রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও দলটির মনোনীত প্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদ মনোনয়ন প্রত্যাহার করেছেন। জোটের স্বার্থে তিনি মনোনয়ন প্রত্যাহার করে এই আসনে ধানের শীষের পক্ষে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) এক বার্তায় ড. শোয়াইব আহমদ বলেন, আমি সম্পূর্ণ প্রস্তুতি, দৃঢ় প্রত্যয় ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন ফরম দাখিল করেছিলাম। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাঠে থেকে জনগণের অধিকার ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের যে প্রত্যয় ধারণ করেছি—তারই ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম।

তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বৃহত্তর জোটের সামগ্রিক স্বার্থ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর লক্ষ্যের কথা বিবেচনা করে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের গৃহীত সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা, আনুগত্য ও আস্থার বহিঃপ্রকাশ হিসেবে আমি স্বেচ্ছায় আমার মনোনয়ন ফরম প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। ব্যক্তিগত ইচ্ছা বা অবস্থানের চেয়ে দলীয় শৃঙ্খলা, ঐক্য ও আন্দোলনের বৃহত্তর স্বার্থ যে সর্বাগ্রে—এই বিশ্বাস থেকেই আমার এই অবস্থান।

এই গুরুত্বপূর্ণ ও সংকটপূর্ণ সময়ে আমি বিশ্বাস করি, ব্যক্তিগত হিসাব-নিকাশ, আবেগ কিংবা বিভক্তির কোনো অবকাশ নেই। বরং সবাইকে দেশ ও জনগণের স্বার্থে এক কাতারে এসে দাঁড়াতে হবে।

তাই আমি আমার সকল সহযোদ্ধা, নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি—আমাদের জোটপ্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

আজ আমাদের সামনে যে লড়াই, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়—এটি দেশের মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার রক্ষার সংগ্রাম। এই সংগ্রামে আমাদের শক্তি একমাত্র ঐক্য। আমাদের ত্যাগ, ধৈর্য, আত্মনিবেদন ও অবিচল সংগ্রামই—ইনশাআল্লাহ—এই আন্দোলন ও নির্বাচনী যুদ্ধে বিজয় নিশ্চিত করবে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর রহমতে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণে আমরা এই লড়াইয়ে সফল হবো এবং বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ