সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

অনুমতি পায়নি `রহমাতুল্লিল আলামিন কনফারেন্স': অনুষ্ঠিত হচ্ছে বায়তুল মোকাররম চত্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজনের অনুমতি পায় নি রহমাতুল্লিল আলামিন কনফারেন্স। স্থানান্তরিত হয়ে অনুষ্ঠিত হতে পারে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে। আজ বৃহস্পতিবার সকাল  থেকে অনুষ্ঠানটি সেখানে হওয়ার কথা ছিল।

অনুষ্ঠানটির সভাপতি মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেন, আমরা নিয়ম মেনেই সব আয়োজন করেছি। কিন্তু কেন আমাদের অনুষ্ঠানে এ বাধা এল তা জানিনা। অনুষ্ঠানের প্রাক্কালে এ বিষয়টি আমাদের ও উপস্থিত জনতাদের বিপাকে ফেলছে। তবে আমাদের এ অনুষ্ঠান বন্ধ হবে না। স্থানান্তরিত হয়ে বায়তুল মোকাররম চত্বরে হবে।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হেফাজত আমির আল্লামা জোনায়েদ বাবুনগরী। বিশেষ মেহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত মহাসচিব ও রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী, জামিয়া নুরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকা এর মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

রহমাতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত থাকার কথা ছিল খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, জামিয়া শায়খ যাকারিয়া রিসার্চ সেন্টারের মুহতামিম মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, ড. আ ফ ম খালিদ হোসাইন, ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদীন, বিশিষ্ট বক্তা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা হাসান জামিল, মুফতি জুনায়েদ কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা মুরতাজা হাসান ফয়েজী, মাওলানা মুফতি আব্দুল মতিন, মাওলানা ওয়াহিদুল আলম, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইসমাইল বেলায়েত, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি রাফি বিন মনির, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি শামসুল আলম, মুফতি আহসান শরিফ, মুফতি আল-আমীন সরাইলী।

-কেএল

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ