কাউসার লাবীব: সম্প্রতি পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পিডিএম নেতাদের মাঝে কিছু বিষয় নিয়ে বেশ মতবিরোধ ও বাকবিতণ্ডা লক্ষ করা গেছে বলে জানিয়েছে পাকিস্তানি কিছু দৈনিক । ‘বিরোধী জোটের নির্বাচিত সদস্যদের গিলগিত বালতিস্তান আইনসভার পক্ষে শপথ গ্রহণ করা উচিত কিনা’ সে বিষয়ে নেতাদের মতামত জানতে বৈঠকটি ডাকা হয়।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট-এর এ বৈঠকে কিছু নেতা বলেন , ‘গিলগিত বালতিস্তান নির্বাচনে বড় ধরণের কিছু কারচুপি হয়েছে। এখন আমরা যদি এ কারচুপির বিষয়ে আমাদের আন্দোলন আরো জোরদার করতে চাই তাহলে আমাদের উচিৎ হবে শপথ গ্রহণ না করা। যদি আমরা শপথ নিই তাহলে আমাদের এ আন্দোলন জোরদার করা আদৌ সম্ভব হবে না।’
কিন্তু আরেকটি পক্ষ এর কঠোর বিরোধিতা করে। তাদের দাবি হলো, ‘গিলগিত বালতিস্তানে ক্ষমতা গ্রহণ করলে আমরা আমাদের বিভিন্ন আন্দোলনকে আরো জোরদার করতে পারবো।’ এ পক্ষটি কোনোভাবেই শপথ গ্রহণ থেকে পিছিয়ে আসবে না বলে জানিয়েছে।
এছাড়া এ বৈঠকে শীর্ষ পর্যায়ের দুই নেতার মাঝে বাকবিতণ্ডাও লক্ষ করা গেছে। মাওলানা ফজলুর রহমান ফেডারেল প্রশাসনিক উপজাতীয় অঞ্চল (ফাটা) ইস্যুতে পশ্চিমাদের কিছু কৌশলের বিষয় তুলে আনলে মহসিন দাওয়া তার কথার তীব্র সমালোচনা করেন। মহসিন মাওলানা ফজলুর রহমানকে বলেন, ‘ফাটা ইস্যুতে পশ্চিমাদের টেনে আনবেন না।ফাটা ইস্যু জনসাধারণের আকাঙ্ক্ষার সিদ্ধান্ত ছিল।’
-কেএল