কাউসার লাবীব।।
তুরস্কে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুও বাড়ছে প্রায় একই হারে। এসব দিক লক্ষ করে দেশটিতে এ সপ্তাহান্তে সাপ্তাহিক ছুটির দিন থেকে কার্ফিউর ঘোষণা দিয়েছে তুরস্ক প্রশাসন।তবে ক্যাফে এবং রেস্তোঁরাগুলির ডেলিভারি সেবা চালু থাকবে । আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ডিসেম্বরের শেষ অবধি। ক্লাস চলবে অনলাইনে।
কারফিউর ঘোষণা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আমরা একটি উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে।এসব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলতি সপ্তাহ শেষে প্রত্যহ রাত ৮ টা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ চলবে। তবে এভাবেও যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপে যাবো’।
তুরস্কে এপর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে চার লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে মৃত্যুর বরণ করেছে প্রায় ১১শ নাগরিক।
-কেএল