আওয়ার ইসলাম: ইরাকের দক্ষিণের নাসিরিয়াহ কারাগারে ২১জন সন্ত্রাসী ও হত্যাকারীকে সোমবার ফাঁসি দেয়া হয়েছে৷ ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়। ২০১৭ সালে ‘ইসলামিক স্টেট’কে পরাজিত করার পর থেকে উগ্রবাদী এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইরাক কয়েক’শ নাগরিককে এ পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়েছে৷ দ্রুত বিচারের জন্য ইরাকের বিচার বিভাগকে মানবাধিকার গোষ্ঠীগুলো দোষারোপ করেছে৷
দোষী সাব্যস্তদের মধ্যে ১১ ফরাসি এবং একজন বেলজিয়ান ছিল৷ এর আগে পর্যন্ত ইরাকে কোনো বিদেশী আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি৷ মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ৷ ইরাকের আইনে কোনো সন্ত্রাসী গ্রুপের সকল সদস্যকে মৃত্যুদণ্ড দেয়ার বিধান রয়েছে৷ ইরাক সন্ত্রাসবাদের কারণে অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আন্তর্জাতিকভাবেও সমালোচনার সম্মুখীন হয়েছে৷
-কেএল