আওয়ার ইসলাম: ফিলিস্তিনে হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলে, এর আগে গাজা থেকে আমাদের ভূখণ্ডে রকেট হামলা চালানো হয়। এর জবাব দিতেই ওই বিমান হামলা। এ খবর দিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরা সূত্রে জানা যায়, শনিবার ইসরাইলের দক্ষিণাঞ্চলে দুটি রকেট হামলার ঘটনা ঘটে। তবে এতে তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুনরায় হামলার সক্ষমতা ধ্বংস করতে হামলার উৎস টার্গেট করে বিমান হামলা চালায় ইসরাইল।
এ নিয়ে একটি টুইট করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে বলা হয়, হামলা চালিয়ে হামাসের ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক পোস্ট ধ্বংস করে দেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে এ হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয়, হেলিকপ্টার, ফাইটার বিমান ও ট্যাংক। হামাস যদি আরো হামলা চালায় তাহলে বড় ধরণের জবাবের প্রস্তুতিও নেয়া হয়েছে।
আনাদুল ও আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনী খান ইউনুস, রাফাহ ও বেইত হানুনের একাধিক স্থানে হামলা করেছে। বেইত লাহিয়াতে একটি রিসোর্ট লক্ষ্য করেও হামলা চালানো হয়।
-কেএল