সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

তোমরা এদেশের কেউ না বলে ভারতে মুসল্লিদের মারধর, মসজিদ ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহার রাজ্যে একটি মসজিদে হামলা চালিয়েছে বিজেপি সমর্থকরা। এ সময় মসজিদের গেট ও মাইক ভাংচুর এবং মুসল্লিদের মারধর করা হয়েছে। সেইসঙ্গে হুমকি দিয়ে বলা হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এদেশের কেউ না।

জানা যায়, সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি সমর্থকদের বিজয় মিছিল থেকে ওই হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার ভারতের হিন্দি গণমাধ্যম দ্য ওয়্যার এ খবর দিয়েছে বলে জানিয়েছে পার্সটুডে। এতে বলা হয়, বিহারের পূর্ব চম্পারন জেলার জামুয়া গ্রামে ওই ঘটনা ঘটেছে।

ওই সময় বিজেপি সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া মসজিদের দুটি গেট ও মাইক ভাংচুর করা হয়। সেইসঙ্গে মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচ মুসল্লি আহত হন।

খবরে বলা হয়েছে, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ সাফল্য পেয়েছে। স্থানীয় বিজেপি নেতা পবন কুমার জয়সওয়াল গত ১০ নভেম্বর ভোট গণনা শেষে জামুয়া ঢাকা বিধানসভায় বিজয়ী হন। তার বিজয় উপলক্ষে গত বুধবার বিজেপি সমর্থকরা পূর্ব চম্পারনের জামুয়া গ্রামে ওই বিজয় মিছিল করে।

জানা যায়, জামুয়ায় মাত্র ২০ থেকে ২৫টি মুসলিম পরিবার আছে। অন্যদিকে, হিন্দু পরিবার আছে পাঁচ শতাধিক।

ক্ষতিগ্রস্ত ওই মসজিদের তত্ত্বাবধায়ক মাজহার আলম দ্য ওয়্যারকে বলেন, মাগরিবের নামাজের সময় মসজিদে পাথর নিক্ষেপ করা হয়েছিল। বিজেপির বিজয় মিছিলে কমপক্ষে পাঁচ শ লোক ছিল। যখন তারা মসজিদের কাছে আসে তখন তারা পাথর নিক্ষেপ করা শুরু করে। তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে গেট ও মসজিদের মাইক ভেঙে দেয়।

ওই মসজিদটি এলাকার অন্যতম প্রাচীন মসজিদ জানিয়ে তিনি বলেন, বিজেপি সমর্থকরা তাদের বলছিল, তোমরা এখান থেকে চলে যাও। এটা তোমাদের দেশ নয়। এর ফলে সেখানকার মুসলিম পরিবারগুলো আতঙ্কের মধ্যে আছে বলেও জানান মাজহার আলম।

তবে তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, তারা তাদের সাথে থাকবে। যাতে কেউ তাদের ক্ষতি করতে না পারে।

এ ব্যাপারে ঢাকা থানার কর্মকর্তা অভয় কুমার গণমাধ্যমটিকে বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। এলাকায় একটি বিজয় মিছিল বের করেছিল বিজেপি সমর্থকরা। তারা যখন মসজিদের কাছে পৌঁছায় তখন মসজিদে মাগরিবের নামাজ চলছিল। কিন্তু তারপরও তারা মাইকে স্লোগান দিতে থাকে। এ সময় মসজিদের বাইরে থাকা এক দোকানদার তাদের মাইক বন্ধ করতে বলেন। কিন্তু তার কথায় কেউ পাত্তা দেয়নি। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে মসজিদের গেট ভাংচুর করে এবং মসজিদে পাথর নিক্ষেপ শুরু করে দেয় মিছিলকারীরা।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ওই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় পুলিশ মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ