আওয়ার ইসলাম: স্ত্রী ও চার সন্তান নিয়ে বেশ স্বচ্ছল অবস্থাতেই দিন কাটছিল তার। ভাল বেতনের চাকরির কারণে কখনো আর্থিক সমস্যায় পড়তে হয় নি তাকে। সব ওলট-পালট করে দিয়েছে কিন্তু মহামারি করোনা । এর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল বিমান চলাচল। সে সময় বাধ্য হয়েই বহু কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানগুলো। সেই সময় আজরিন মোহাম্মদ জাব্বিও চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন।
কিন্তু আশা ছাড়েননি তিনি। বেঁচে থাকার তাগিদে জীবিকা বদল করে ফেলেন। পাইলট থেকে তিনি হয়ে যান রাস্তার ধারের খাবারের দোকানের মালিক।দোকানের নাম ‘ক্যাপটেন কর্নার’। এ ক্যাপটেন কর্নারই এখন তার জীবনের ভেলা। সারা বিশ্বে আজরিনের মতো বহু মানুষ করোনার জেরে চাকরি হারিয়েছেন। আচমকা কাজ হারিয়ে সংসার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন অনেকে। অনেকে হয়তো তার মতো ঘুরে দাঁড়াতে পেরেছেন। কিংবা পারেন নি। এভাবেই হয়তো চলবে তাদের জীবন।
উল্লেখ্য করোনা মহামারি পৃথিবীময় ছড়িয়ে পড়লে বিশ্বের অধিকাংশ দেশই লকডাউন ঘোষণা করে।বর্তমানে বেশকিছু দেশ লকডাউন উঠিয়ে নিলেও কিছু দেশে রয়ে গেছে বন্ধী জীবন লকডাউন।
-কেএল