সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে আখ্যায়িত করলো সৌদি উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হুসাইন।। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ, আরব বিশ্বের সক্রিয় ধর্মীয় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করে বিবৃতি দিয়েছে।

আল আরাবিয়া জানায়, বিবৃতিতে উলামা পরিষদ বলে, সংগঠনটি ইসলামী নীতি আদর্শের তুলনায় দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়। এটি ধর্মের আড়ালে রাষ্ট্রদ্রোহিতা বিচ্ছিন্নতাবাদ সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে।

সৌদি বার্তা সংস্থা 'এসপিএ' জানায়, গত মঙ্গলবার সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সভাপতি, গ্রান্ড মুফতি আব্দুল আযীয বিন আব্দুল্লাহ, পরিষদের অন্যান্য বিশিষ্ট সদস্য কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা উঠে আসে। বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহ তায়ালা আমাদেরকে সত্যের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভাজন ও বিভেদ তৈরি থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন।

বিশিষ্ট আলেমদের সমন্বয়ে গঠিত সর্বোচ্চ ওলামা পরিষদ ব্রাদারহুড সম্পর্কে তাদের কঠোর অবস্থানের স্বপক্ষে কোরআনের আয়াত ও হাদীস উপস্থাপন করে সংগঠনটির বিরুদ্ধে এ দাবি উত্থাপন করেন, বর্তমানে মুসলিম ব্রাদারহুড একটি শীর্ষস্থানীয় সংগঠন,যা ইসলামী দিকনির্দেশনা থেকে সম্পূর্ণ বিচ্যুত। তারা রাষ্ট্রপ্রধানদের সাথে বিবাদে জড়ানো, তাদের বিরুদ্ধে বিদ্রোহকরণ, বিভিন্ন দেশে অরাজকতা সৃষ্টি সহ শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে নষ্ট করতে মরিয়া।

ওলামা পরিষদের নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, মুসলিম ব্রাদারহুড মুসলিম সমাজকে জাহিলি যুগের মডেল হিসেবে অভিহিত করে। পাশাপাশি তারা আরো বলেন, সংগঠনটি শুরু লগ্ন থেকেই ইসলামী আকীদা বিশ্বাস এর প্রতি সবিশেষ গুরুত্বারোপ করেনি।কোরআন সুন্নাহর জ্ঞানার্জনের প্রতিও ছিল অনাগ্রহী। দলটির একমাত্র লক্ষ্য রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন। এ দলের ইতিহাস সন্ত্রাসবাদ, রাষ্ট্রদ্রোহিতায় ভরপুর।

সর্বোচ্চ ওলামা পরিষদ দলটির বিরুদ্ধে আরো অভিযোগ তোলেন, বর্তমানে সন্ত্রাসী ও চরমপন্থী যত দল রয়েছে, সবগুলোর পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে মুসলিম ব্রাদারহুড। এ দল সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে ওলামা পরিষদ উল্লেখ করেন, আমাদের সুচিন্তিত, চূড়ান্ত সিদ্ধান্ত হলো, মুসলিম ব্রাদারহুড একটি সন্ত্রাসী সংগঠন। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য শরীয়ত বিরোধী। সুতরাং তাদের ব্যাপারে সকলের সতর্ক থাকতে হবে। কেউ তাদের সংগঠনের যোগ দেবে না। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেনা। সূত্র: উর্দূ আল- আরাবিয়্যা নেট

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ