সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

প্রতিদিন ২৫ কোটি টাকা দান করে যুগের হাতেম তাই ভারতের প্রেমজি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে দানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন দেশটির বহুজাতিক কোম্পানি উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজিম প্রেমজি। চলতি ২০২০ সালে ভারতে দান তথা জনহিতৈষীর তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, চলতি বছর তিনি দান করেছেন ৭ হাজার ৯০৪ কোটি ভারতীয় রুপি। ৭৫ বছর বয়সী এই মুসলিমের প্রতিদিনের হিসাবে দানের পরিমাণ ২২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৫ কোটি টাকার বেশি।

এনডিটিভির গতকাল বুধবারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এডেলগিভ হিউরান ইন্ডিয়া ফিলানথ্রোপি লিস্ট ২০২০- অনুযায়ী শীর্ষ স্থানে রয়েছেন আজিম প্রেমজি।

এক টুইট বার্তায় আজিম প্রেমজির ছেলে রিশাদ প্রেমজি বলেছেন, তার বাবা সব সময় বিশ্বাস করেন যে, তার সম্পদের মালিক তিনি নন। বরং তিনি এসব সম্পদের একজন তত্ত্বাবধায়ক মাত্র।

রিশাদ আরো বলেন, আমরা যে সমাজে বসবাস করি এবং কাজ করি, সেই সমাজও উইপ্রোর অবিচ্ছেদ্য অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নাদার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। সমাজসেবায় তার দানের পরিমাণ ৭৯৫ কোটি রুপি। এ ছাড়া তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির দানের পরিমাণ ৪৫৮ কোটি রুপি। এজন্য অনেকে তাকে ভারতের হাতেম তাই বলে থাকেন।

উল্লেখ্য, আজিম হাশিম প্রেমজি ১৯৪৫ সালের ২৪ জুলাই ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মাদ হাশেম প্রেমজি। মার্কিন বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তথ্যানুযায়ী ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকায় নিজের নাম রাখতে সক্ষম হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ