আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো মজবুত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে বাইডেনের উদ্দেশে মোদি বলেন, ‘এবার আমি চাইব, আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে।’
তিনি বলেন, অসাধারণ জয়ের জন্য বাইডেনকে অনেক অভিনন্দন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো মজবুত করতে আপনি অভাবনীয় অবদান রেখেছেন। এবার আশা রাখব, আপনার সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ক আরো উন্নত হবে।
-এএ