সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ইমামকে বহিষ্কার ও মসজিদ বন্ধ করার ঘোষণায় অস্ট্রিয়াকে হুমকি দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ কথিত ‘রাজনৈতিক ইসলাম’ নিয়ন্ত্রণের অজুহাতে ‘বিদেশি অর্থে নিয়োগকৃত’ দেশটির বেশ কিছু ইমামকে বহিষ্কার এবং কিছু মসজিদ বন্ধ করার যে ঘোষণা দিয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানিয়ে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন শুক্রবার এক টুইট পোস্টে অস্ট্রীয় কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান।

টুইট পোস্টে তিনি বলেন, ‘অস্ট্রিয়া যে খোঁড়া অজুহাতে সাতটি মসজিদ বন্ধ করার এবং ইমামদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে, তা ইসলামবিরোধী, বর্ণবাদী এবং বৈষম্যমূলক।’ তিনি ভিয়েনার বিরুদ্ধে ‘আদর্শিক অভিযোগ অনুশীলনে’র অভিযোগ এনে বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন। ‘ইসলামফোবিয়া (ইসলামভীতি) ও বর্ণবাদকে স্বাভাবিক করার প্রচেষ্টা’ যেকোনো পরিস্থিতিতেই প্রত্যাখ্যান করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে চার জন নিহত হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করে।

এর পরই দেশটির চ্যান্সেলর মসজিদ বন্ধ এবং ইমামদের বহিষ্কার করার ঘোষণা দেন। এ ছাড়া দেশটিতে পর্দা করার ওপরেও নানা বিধিনিষেধ চলছে। রাজনৈতিক ইসলামকে (যারা রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসনের কথা বলে) ইউরোপের জন্য হুমকি বলেও উল্লেখ করেন সেবাস্তিয়ান। এ ছাড়া দেশটিতে থাকা তুর্কি মুসলিমদের একটি গ্রুপকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এক প্রতিবেদনে বলেছে, বর্তমানে এক লাখের মতো তুর্কি নাগরিক অস্ট্রিয়ায় বসবাস করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ