সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ফলপ্রসূ আন্দোলনে সর্বদলীয় বৃহৎ ঐক্যের বিকল্প নেই: ইউসুফ সাদিক হক্কানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন
স্পেশাল করেসপনডেন্ট>

দেশের যেকোনো ইসলামী আন্দোলনকে ফলপ্রসূ করতে সর্বদলীয় বৃহৎ ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা ওলামা পরিষদ সভাপতি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানি।

ঐক্যের ব্যাখ্যা জানতে চাইলে আওয়ার ইসলামকে হাফেজ্জি হুজুরের বিশেষ এই মুখপাত্র বলেন, আমরা ইসলাম অবমাননার বিরুদ্ধে আন্দোলন করি, খতমে নবুওত আন্দোলন করি কিংবা নাস্তিক্যবাদ বিরোধী আন্দোলন করি- এসবে কিছুটা ফল পেলেও আমরা আমাদের কাঙখিত ফল অর্জন করতে পারিনা। এক্ষেত্রে আমরা বিভিন্ন দলে, ব্যানারে দলভুক্ত হয়ে ময়দানে হাজির হই-এর মাধ্যমে যে জোরালো ও ফলপ্রসূ আন্দোলন হয়না-এটা আমাদের বুঝতে বাকি নেই; বরং এতে আমাদের মধ্যে অনৈক্যের চিত্রই ফুলে উঠে।

তিনি বলেন, আমরা যদি সব মুসলমান (যারা আল্লাহ ও তাঁর রাসুল সা. কে বিশ্বাস করে এবং ভালবাসে) একই প্লাটফর্মে শামিল হয়ে আন্দোলনে নামি- ইনশাআল্লাহ- অবশ্যই আমরা এক্ষেত্রে সাফল্য পাবো।

সম্প্রতি আওয়ার ইসলামের এই কন্ট্রিবিউটরের সঙ্গে একান্ত আলাপকালে এ বিষয়ে ইউসুফ সাদিক হক্কানি পাকিস্তানের ওলামাদের কর্মপদ্ধতির প্রশংসা করে বলেন, তারা কাদিয়ানী বিরোধী আন্দোলনে সাফল্য পেয়েছে- এর পিছনে তাঁদের বৃহৎ ঐক্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তারা এই আন্দোলনে শুধু কওমি ওলামা-তালাবাদের দিয়েই নয়; বরং তাঁদের ভিন্ন মেরুর বেরলভী ও আরো কিছু ভিন্ন চিন্তার উপদলকে সঙ্গে করে আন্দোলন করে লক্ষ্য অর্জনে সমর্থ হয়েছে।

ইউসুফ সাদিকের দর্শন হল- যতো দল ততো অনৈক্য। এজন্য দলের কথা ভুলে গিয়ে ইসলামী আন্দোলনে ইখলাসের সঙ্গে এক কাতারে শামিল হয়ে আমাদের ময়দানে অবতীর্ণ হতে হবে- এজন্য দেশের শ্রদ্ধেয় আলেম ওলামাদের এর সমাধানে খুব শিগগির কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান তিনি। তাঁর দাবি- এমনটি হলে (যদিও অনেক কষ্টসাধ্য) খুব শিগগির আমরা আমাদের আন্দোলনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো ইনশাআল্লাহ!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ