সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দিলেন বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাজ্জাদ হুসাইন।।

গত শুক্রবার বাদশাহ সালমান তার নিজস্ব মানবিক সহায়তা সংস্থা ও ত্রাণ কেন্দ্রকে সাম্প্রতিক তুরস্কের ভয়াবহ ইজমির প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি চিকিৎসা সেবা, মানবিক, ও আশ্রয় সহায়তা প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সৌদি নিউজ এজেন্সি ওয়াসের জানায়, বন্ধুপ্রতীমদেশ তুরস্কের জনগণের পাশে দাঁড়ানো ও ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার সদিচ্ছা থেকেই এই সহায়তা পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন বাদশা সালমান।

উল্লেখ্য, গত শুক্রবার পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশে এক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রিখটার স্কেলের মাপ আনুসারে ৭ ডিগ্রির এ শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১৪ জন। আহত হয়েছেন ১০৩৫ জন। সংস্থাটি আরো জানায়, এ বিধ্বংসী ভূমিকম্পে সবচাইতে বেশি ক্ষতির শিকার হয়েছে, ইজমির প্রদেশের বার্কলি শহরটি। ভূমিকম্পের ফলে সেখানে বেশ কিছু স্থাপনা ধ্বংস কিংবা মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। যার ফলে সেখানকার পাঁচ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত। বর্তমানে তারা ইজমির কর্তৃপক্ষের স্থাপিত তাবুতে অবস্থান করছে।

তুরস্কের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ নিশ্চিত করেছে যে, শক্তিশালী ভূমিকম্পটির প্রভাবে এ অঞ্চলে ১৮৫৫ টি ভূমিকম্প-পরবর্তী মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে।যার ৪৬টি শক্তিতে ৪ডিগ্রীকেও ছাড়িয়ে যায়।

সংস্থাটি আরো জানায়, প্রতিবেশী দেশ গ্রিসে ও এ ভূমিকম্প আঘাত হানে, সেখানে স্যামোসদ্বীপের একটি দেয়াল ভেঙে পড়ে দুটি কিশোর প্রাণ হারায়। এ সংক্রান্ত সর্বশেষ বিবৃতি হিসেবে উল্লেখ করা হয়, তুরস্কে প্রায়শই এই ধরনের ভূমিকম্প হয়ে থাকে, তবে, গত শুক্রবারের বিধ্বংসী ভূমিকম্পটি ইস্তাম্বুল অঞ্চলে একটি বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কার জন্ম দিয়েছে। সূত্র: আল- আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ