আওয়ার ইসলাম: কুরআন ও হাদিসে ফিলিস্তিন বিষয়ে যেসব বর্ণনা এসেছে, তা নিজ নিজ ভাষায় অনুবাদের আহ্বান জানিয়েছেন আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরিমা সাবরি।
সম্প্রতি সপ্তাহের শুরুতে তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি আশা করি, কোরআন ও হাদিসে উল্লিখিত ফিলিস্তিন ও পুণ্যময় নগরী আল কুদস (জেরুজালেম) সম্পর্কিত ভাষ্য পাঠে মুসলিম জাতি সজাগ হয়ে উঠতে পারবে। এসব আয়াত ও হাদিসের পাঠ সর্বজনীন করতে বহুভাষায় অনুবাদ খুব জরুরি।’ একই সঙ্গে শায়খ সাবরি প্রচলিত ‘ইসরায়েলি বর্ণনা’ (ইহুদিদের বিকৃত বর্ণনা) থেকেও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ফিলিস্তিনকে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, আমরা এমন সচেতনতা ও পরিকল্পনা প্রত্যাশা করি, যার মাধ্যমে মুসলিম জাতি যথাযথ পদক্ষেপ নিতে পারে। আমরা হাঁকডাক চাই না; আমরা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিম উম্মাহর বিভেদহীন ঐক্য চাই।’ এ জন্য ফিলিস্তিন, আল কুদস ও আল আকসা ইস্যুকে একমাত্র ইস্যু হিসেবে গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সূত্র: ফিলিস্তিন আল ইয়াউম
-এটি