আবদুল্লাহ তামিম, ডেপুটি এডিটর>
পূর্ব মানিকনগর জহিরউদ্দিন আহমেদ ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি জুবায়ের আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। গত ১ নভেম্বর (রবিবার) থেকে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন জহিরউদ্দিন আহমেদ ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মোমিনুল ইসলাম।
জানা যায়, মুফতি জুবায়ের আহমেদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর গতকাল থেকে তিনি মাদরাসায় বিশ্রামে আছেন।
মুফতি জুবায়ের আহমেদ জহির উদ্দিন ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস। মদিনা-মনোয়ারা জামে মসজিদ এর সম্মানিত ইমাম ও খতিব তিনি। জনসেবামূলক সংগঠন মুগদা থানা ইমাম ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতিও তিনি।
তাঁর সুস্থতার জন্য ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে বিশেষভাবে দোয়ার আবেদন করেছেন মাদরাসা ছাত্র-শিক্ষক ও সংগঠনের সদস্যগণ।
এমডব্লিউ/