সাজ্জাদ হোসাইন: ইসরায়েলের তথ্যমন্ত্রী এলি কোহেন ইসরায়েলের সাথে ‘সম্পর্ক স্বাভাবিক করণ’ চুক্তিতে আগ্রহী ৫ মুসলিম আরব দেশের তালিকা প্রকাশ করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রনীতি অব্যাহত রাখার প্রতি আশাবাদও ব্যক্ত করেন তিনি।
গত সোমবার হিব্রু সংবাদপত্র ‘ইয়েদিথ অহরনোথ’ কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর যে ৫টি মুসলিম দেশ ইসরাইলের সাথে ‘সম্পর্ক স্বাভাবিক করণ চুক্তি’তে আগ্রহ প্রকাশ করেছে সেগুলো হচ্ছে, সৌদি আরব, ওমান, কাতার, মরক্কো এবং নাইজার।
তিনি আরও বলেন, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রনীতি অব্যাহত থাকলে, আমরা খুব দ্রুতই এ চুক্তি স্বাক্ষরে সক্ষম হবো বলে মনে করছি।
আমেরিকার চলমান নির্বাচন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী কোহেন বলেন, আমেরিকার চলমান নির্বাচনে যেই জয়লাভ করবে, আমরা তার সাথেই কূটনৈতিক সু-সম্পর্ক বজায় রাখবো। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রকে তার বর্তমান রাষ্ট্রনীতি অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন।
এ সংক্রান্ত সর্বশেষ বক্তব্য হিসেবে তিনি উল্লেখ করেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিগত আট বছরে আমরা যে রাষ্ট্রনীতি লক্ষ করেছি, সেটা বর্তমান মধ্যপ্রাচ্যে একদমই অকার্যকর বলে মনে করি।
সূত্র: আল-কুদস ডটকম
এমডব্লিউ/