সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছেন ম্যাক্রোঁ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে সন্ত্রাসবাদ মোকাবেলায় ও মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী ডিসেম্বরের মধ্যেই এ সংক্রান্ত একটি আইন সংসদে পাশ করা হবে বলে জানা গেছে।

সূত্র মতে, প্রস্তাবিত সেই আইনের আওতায় রয়েছে, মসজিদগুলোতে কীভাবে অর্থ আসছে, তা প্রশাসন কর্তৃক খতিয়ে দেখা হবে। ধর্মীয় সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন বিষয়াদী তদন্ত করে দেখা হবে। সম্প্রতি এ ব্যাপারে ফরাসি প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন।

অন্যদিকে, স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ এখন চরমপন্থী মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রস্তাবিত বিল প্রসঙ্গে তিনি বলেন, কোনো পুরুষ যদি অসুস্থ হন এবং বলেন নারী চিকিৎসকের কাছে চিকিৎসা করাবেন না, তাহলে তাকে পাঁচ মাসের জেল ও ৭৫ হাজার ইউরো জরিমানা করা হবে। আবার কোনো নারী যদি পুরুষ চিকিৎসকের কাছে যেতে অস্বীকৃতি জানায়, তার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

এ ছাড়া ধর্মীয় কারণ দেখিয়ে কোনো সরকারি কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করলে অথবা কোনো শিক্ষকের কাছে পড়তে না চাইলেও শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান ফরাসি সরকারের শীর্ষস্থানীয় এই আইন প্রণেতা।

এদিকে, সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন করে বিতর্কের ঝড়। ফ্রান্স প্রেসিডেন্টের সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ