আওয়ার ইসলাম: জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন এখনো হয়নি জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে জেল হত্যার রহস্য উদঘাটন করা দরকার।
আজ মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সুত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে এই দুটি কলঙ্কিত হত্যাকাণ্ড চালায় পরাজিত শক্তিরা। অভিভাবকশূন্য করতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আর নেতৃত্বশূন্য করতেই জেল হত্যা সংঘটিত হয়েছিল।
তিনি বলেন, জাতীয় নেতাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেদিন নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র করা হয়েছিল। ৩ থেকে ৭ নভেম্বর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ সেনাবাহিনীর আরো অনেক অফিসার-জওয়ানকে সিপাহী জনতার বিপ্লবের নামে হত্যা করা হয়েছিল। সেগুলোরও রহস্য উন্মোচন করতে হবে। আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে হবে।
এরপর বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র এখনো চলছে। তাই জাতীয় চার নেতার শাহাদাৎ বার্ষিকীতে শপথ, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবো।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ফখরুল সাহেব বলেছেন দেশে নাকি সৎ ও যোগ্য নেতার অভাব। আমি বলবো, আগে নিজের চেহারাটা আয়নায় দেখুন। এ দেশে দুর্নীতির রাজনীতি প্রতিষ্ঠা করেছে বিএনপি। তাদের মুখে সততার রাজনীতির কথা মানায় না।
দেশের ইতিহাসে বঙ্গবন্ধু হচ্ছে সৎ এবং যোগ্য নেতা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর পর অর্থাৎ পঁচাত্তর পরবর্তীতে যদি কোনো সৎ এবং যোগ্য নেতার কথা বলতে হয়, তিনি হচ্ছেন বিশ্বনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-এটি