আওয়ার ইসলাম: ফ্রান্সের পাবলিক প্লেসে মুসলিম নারীদের হিজাব বা হেডস্কর্ফ পরার ওপর নিষেধাজ্ঞার আইন ২০১০ সালের ১১ অক্টোবর পাস হয়েছিল। এই আইন যদি কেউ অমান্য করে তাহলে তাকে জরিমানা করা হবে বলে এতে উল্লেখ ছিল।
রশিদ নেকাজ ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং তিনি সেদেশের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। রশিদ নেকাজ সেদেশের অন্যতম মুসলিম বিনিয়োগকারী। সামাজিক-রাজনৈতিক কর্মী হিসাবে, বর্ণবাদ সংক্রান্ত ইস্যুগুলোর কারণে রশিদ নেকাজ ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থীতে অংশগ্রহণ করেননি।
ফরাসী সংসদে হিজাবী বা পর্দা করা নারীদের জরিমানা আইন পাস হওয়ার সাথে সাথে ইউরোপের মুসলিম নারীদের নাগরিক ও সামাজিক স্বাধীনতায় বিশ্বাসী রাশিদ নেকাজ এক মিলিয়নেরও বেশি ইউরো এই আইনের অ্যাকাউন্টে জমা করেছেন।
তিনি মুসলমানদের বিরুদ্ধে এই আইনকে নস্যাৎ করার জন্য প্রাক-অপরাধের পূর্বে চার্জ দেওয়ার জন্য জরিমানার অ্যাকাউন্ট নম্বরটিও অন্য ব্যক্তির কাছে প্রবর্তন করেছেন এবং এভাবে মুসলিম বিরোধী এই আইনটি ব্যর্থ হয়েছে। সূত্র: ইকনা
-এটি