আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে যেতে হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুসকে।
আজ সোমবার এক টুইটবার্তায় এ খবর নিশ্চিত করেছেন তিনি। টুইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান লেখেন, ‘আমি সম্প্রতি করোনা পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে এসেছি। বর্তমানে আমি সুস্থ আছি এবং কোনো উপসর্গ নেই। কিন্তু সামনের দিনগুলোতে আমি কোয়ারেন্টিনে থাকব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে বাসা থেকেই কাজ করব।’
টেড্রস আধানম আরো লেখেন, ‘স্বাস্থ্যবিষয়ক নির্দেশনা মেনে চলা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এভাবেই আমরা কোভিড-১৯-এর সংক্রমণ, ভাইরাসটির বিস্তার দমন ও স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করতে পারব।’ করোনা মহামারির শুরু থেকেই বিশ্ববাসীকে সতর্ক করে আসছেন টেড্রস আধানমসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।
এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত চার কোটি ৬৮ লাখ ৩২ হাজার ৬৪৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১২ লাখ পাঁচ হাজার ৪২৪ জনের।
-এটি