আওয়ার ইসলাম: দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে। রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে নেতৃবৃন্দ এবং সমর্থক জনতা উপস্থিত হয়েছেন। মিছিলে মিছিলে নবি প্রেমিক তাওহিদি জনতা অংশ নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর রাজপথ।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হবে এ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি। সভাপতিত্ব করবেন হেফাজত ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

ইতিমধ্যে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে ঘেরাও পূর্বক বক্তৃতা চলছে। অংশ নিয়েছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক, জমিয়ত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুর রব ইউসুফী, আহমদ আবদুল কাদের, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী, আল্লামা নূরুল ইসলাম জিহাদী,মাওলানা ফজলুল করীম কাসেমী,
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশের বিশিষ্টজন।
এমডব্লিউ/