আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। দোদুল্যমান রাজ্যগুলোতে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
গত শনিবার ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া ও মিশিগানে বাইডেনের প্রচারে অংশ নিয়েছেন ওবামা। নির্বাচনি প্রচারে একই মঞ্চে দুইজনের উপস্থিতির ঘটনা এটিই প্রথম। এসময় বাইডেন বলেন, করোনাকে পরাজিত করবে যুক্তরাষ্ট্রের জনগণ। তবে তার প্রথম পদক্ষেপ হবে ট্রাম্পকে পরাজিত করা।
এদিকে, নির্বাচনের আগে পেলসেলভানিয়ায় শেষ চারটি প্রচার সমাবেশে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।
এরইমধ্যে সাড়ে আট কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। সব মিলিয়ে গত এক শতকের মধ্যে এবারই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়তে যাচ্ছে।
-এটি