আওয়ার ইসলাম: পাকিস্তানে হোসাইন আহমদ মাদানীর শেষ শাগরেদ, জামিআতুর রশিদ করাচির উসতাজে হাদিস, হজরত মাওলানা ড. আবদুল হালিম চিশতী নোমানী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বিকালে ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। এর আগে দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মাওলানা ড. আব্দুল হালীম চিশতী নোমানী। পাকিস্তানের শীর্ষ আলেম মুফতি রশিদ আহমদ খুরশিদ তাঁর অফিসিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মাওলানা আব্দুল হালিম চিশতী ভারতের জয়পুরে জন্মগ্রহণ করেন। জয়পুরের একটি মাদরাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। সেখানেই পরবর্তীতে দরসে নিজামীর পাঠ সম্পন্ন করেন। এরপর দারুল উলুম দেওবন্দে দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করেন।
ড. মাওলানা আব্দুল হালিম চিশতী ছিলেন উপমহাদেশের আজাদী আন্দোলনের অন্যতম সিপাহসালার ও দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস, শায়খুল ইসলাম হযরত মাওলানা সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহ. এর পাকিস্তানের সর্বশেষ জীবিত শাগরেদ।
এমডব্লিউ/