আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে অসহায় ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থদের মাঝে এসব সেলাই মেশিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানসহ আরো অনেকে।
এমডব্লিউ/