সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

গুটিকতক সুবিধাবাদীর হাতে কওমি ঐতিহ্য ভুলুন্ঠিত হতে দেয়া যায় না: সাভার ইত্তেহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ ফিরোজী: বৃহত্তর সাভার আশুলিয়ার আঞ্চলিক বোর্ড ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়ার আহ্বানে কোরবানির চামড়া, মাদরাসা খোলা, বেফাক ও হাইয়ার চলমান অস্থিরতায় করণীয় নির্ধারণসহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৭-০৭-২০ ইং) সাভার পৌরস্থ দারুল আমান (রাজারবাড়ী) মাদরাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বোর্ডের সভাপতি ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে ও রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া খাতামুন্নাবিয়্যীনের প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইয়ার নির্দেশনা অনুযায়ী বৃহত্তর সাভারের মাদরাসাগুলো খোলা হবে। বেফাক ও হাইয়ার সমস্যা নিরসনে মুরুব্বি আলেমদের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গুটিকয়েক সুবিধাবাদীদের হাতে মাদারিসে কওমিয়ার ঐতিহ্য ভূলুণ্ঠিত হতে দেয়া যায় না। এছাড়া কোরবানির চামড়ার নায্যমূল্য নির্ধারণে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল্লাহ বলেন, লেখাপড়ার মানোন্নয়নে ইত্তিহাদ বোর্ড শীঘ্রই কিছু নির্দেশনা দিবে যা সকলেই পালন করবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের সিনিয়র সহ সভাপতি ও রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মহাসচিব শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মাওলানা আফজালুল ইসলাম, মুফতি শাহেদ জহিরী, মুফতি আমীনুল ইসলাম কাসেমী, মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী, হাফেজ মাওলানা আতাউল্লাহ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ