সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

আগস্টে বেফাকের আমেলা শুরার জরুরি বৈঠক, প্রসঙ্গ চলমান সংকট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড- বেফাকের চলমান অস্থিরতা, অনিয়ম ও সংকট থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার খাস কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা জানা যায়, ফোনআলাপ ফাঁস এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফসহ ৩ জনকে স্থানীভাবে বহিষ্কার করে বেফাক। তবে ফোনআলাপে জড়িত বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস। তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার খাস কমিটির নেই। তাই আমেলা শুরার বৈঠক জরুরি।

মহাসচিবের অভিযোগ আমলে নিয়ে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১৮ আগস্ট বেফাকের আমেলা ও শুরার সদস্যদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। অবশ্য আগের দিন ১৭ আগস্ট খাস কমিটিরও বৈঠক রয়েছে। পরপর দুটি বৈঠকই বেফাকের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আজ বৈঠকে উপস্থিত থাকা একাধিক খাস কমিটির সদস্যদের সাথে কথা বলে আওয়ার ইসলাম এসব বিষয়ে নিশ্চিত হয়েছে।

সূত্রে জানা যায়, আগামী বৈঠকে অনিয়মে জড়িতদের ব্যাপারে বিশেষভাবে সিদ্ধান্ত হতে পারে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, পীরজঙ্গী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছফিউল্লাহ, ময়মনসিংহের মাওলানা আব্দুল হক হাফেজ্জী,
বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুনীরুজ্জামান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ