আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অব্যাহত সরকার-বিরোধী বিক্ষোভ আরো জোরদার হয়েছে। তাকে দুর্নীতিবাজ ও ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসরায়েলিরা। শনিবার নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তার বাসভবন ঘেরাও করেন আন্দোলকারীরা।
ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ-এই বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে।
ব্যারিকেড দিয়েও আন্দোলনকারীদের রুখতে পারেনি পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। জলকামান ও লাঠিচার্জের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তাকে দুর্নীতির অভিযোগে অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের এ আন্দোলন নয়। বিনইয়ামিন নেতানিয়াহু এই আন্দোলনের উপলক্ষ মাত্র। আমাদের প্রতিবাদ ইসরাইলের পুরো সরকার ব্যবস্থার বিরুদ্ধে। এই সরকার জনগণের কোনো কথাই শুনছে না। তারা আমাদের শত্রু ভাবছে। অথচ আমরা এ দেশের নাগরিক।
এদিকে করোনার কারণে তিন মাস স্থগিত রাখার পর জেরুজালেমের আদালতে সম্প্রতি আবারও শুরু হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ঘুষ-দুর্নীতির মামলার বিচার।
এমডব্লিউ/