আওয়ার ইসলাম: সবশেষ চব্বিশ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাতে বৈশ্বিক মৃত্যুর তালিকায় ফ্রান্সকে টপকে ষষ্ঠস্থানে উঠে এসেছে জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ দেশটি।
কভিড-১৯ নিয়ে শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চব্বিশ ঘণ্টায় দেশটিতে করোনায় ৭৪০ জন প্রাণ হারিয়েছেন। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০১ জনে।
বৈশ্বিক মৃত্যুর তালিকায় ভারতের উন্নতিতে সপ্তমস্থানে নেমে গেছে ফ্রান্স। পশ্চিম ইউরোপের দেশটিতে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ১৮২ জন। মৃত্যুর তালিকায় ভারতের ঠিক ওপরে রয়েছে ইতালি, ৩৫ হাজারের কিছু বেশি।
এই তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে বলে ওয়ার্ল্ডোমিটারের হিসেব থেকে জানা গেছে। শীর্ষ চারে থাকা বাকি দেশগুলো হলো- ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো ও ইতালি।
এমডব্লিউ/