সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

খুলনায় হচ্ছে 'শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবার বিভাগীয় শহর খুলনায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপনের পর তা অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সকল বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রতিশ্রুতি ছিল। সেই মর্মে সরকারের লক্ষ্য ও পরিকল্পনার অংশ হিসেবে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। দেশের চিকিৎসা শিক্ষায় উচ্চ শিক্ষিত বিশেষজ্ঞ ও গবেষক তৈরি করাই প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য।

এর মধ্য দিয়ে স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় মেডিকেল কলেজসমূহের শিক্ষার মান আরও সংরক্ষণ ও উন্নয়ন হবে।

প্রস্তাবিত খসড়া আইনটি এর আগে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইনসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে জানিয়ে করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইনে মোট ৫৫টি ধারা রাখা হয়েছে। বিধিমালা, প্রবিধানমালা ও সংবিধি প্রণয়নের বিধানও রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ