বেলায়েত হুসাইন: প্রথমবারের মতো পবিত্র হজ স্থগিত করার সিদ্ধান্তের বিষয়ে পর্যালোচনা করছে সৌদি আরব। ফের করোনার প্রাদুর্ভাব বৃদ্ধিতে সৌদি সরকার আসন্ন মৌসুমে হজ স্থগিতের দিকেই হাঁটতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
শুক্রবার প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা আরবি ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসের দাবির ভিত্তিতে এই খবর প্রকাশ করেছে।
সরকারি ওই কর্মকর্তা জানিয়েছেন, হজের ব্যাপারটি নিয়ে আমরা ব্যপক পর্যালোচনা করেছি এবং সবরকমের পরিস্থিতি আমাদের বিবেচনায় রয়েছে, আগামী এক সপ্তাহ নাগাদ আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারব বলে আশা করছি।
তিনি বলেন, সিদ্ধান্ত যাই হোক- তার বিকল্প পরিস্থিতি আমাদের মাথায় আছে, তবে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি আমাদের নিকট অগ্রাধিকার পাবে।
ফাইনান্সিয়াল টাইমসের তথ্যানুযায়ী ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পরে ইতিহাসে এই প্রথম পবিত্র হজ স্থগিত করার সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে সৌদি প্রশাসন।
এদিকে সৌদির আগেই আসন্ন মৌসুমে হজ স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির কোন নাগরিক আগামী মৌসুমে হজে যেতে পারবেনা বলে ঘোষণা দিয়েছে সেদেশের সরকার। মালয়েশিয়াও ইন্দোনেশিয়ার পথ অনুসরণ করে হজে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। সূত্র: আল জাজিরা মুবাশির
-এএ