সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

খরচ ছাড়া রাজধানীতে আম পৌঁছে দেবে ডাক বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতিতে এবার আম বিক্রি নিয়ে দুঃশ্চিন্তায় ছিলেন রাজশাহী অঞ্চলের চাষিরা। আর এ অবস্থায় প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে এগিয়ে এসেছে সরকারের ডাক বিভাগ।

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে প্রতিদিন অন্তত ১৫ টন আম বিনা খরচে রাজধানীতে পৌঁছে দেবে তারা।

গাছ থেকে আম নামানোর আগ মুহূর্তে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এতে রাজশাহী অঞ্চলে ২০ ভাগের বেশি আম ঝরে পড়ে। এছাড়াও করোনার কারণে বাগানে পাইকার না যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা।

তাই ক্ষতি পোষাতে আম ঢাকায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। আম পাঠানোর পদ্ধতি নিয়ে জেলা প্রশাসন, ডাক বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা বৈঠক করেন। কৃষি বিভাগের তালিকা অনুযায়ী প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আম রাজধানীর কারওয়ান বাজার ও বাদামতলীতে পাঠানোর সিদ্ধান্ত হয়।

ডাক বিভাগের উদ্যোগে আম চাষি ও ব্যবসায়ীরা সন্তোষ জানিয়েছেন। পরিবহণ খরচ বেঁচে যাওয়ায় আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়ার আশা তাদের। তবে সঠিক সময়ে এই কাঁচাপণ্য পৌঁছানো নিয়ে শঙ্কা অনেকের।

কৃষক বন্ধু ডাক সেবার আওতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে প্রতিদিন পাঁচ টন করে আম পাঠানো হবে ঢাকায়। প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। করোনার প্রকোপে জীবিকার চাকা চালু রাখতেই ডাক বিভাগের এই পদক্ষেপ।

আগামী ২ জুন রাজশাহী ও ৩ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম চালান পাঠানোর পর শুরু হবে নওগাঁর আম পাঠানো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ