সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মসজিদে নামাজ আদায়ে সৌদি সরকারের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: নামাজের জন্য মসজিদগুলো খুলে দেয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল শাইখ।

আল-আরবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আব্দুল লতিফ আল শাইখ বলেন, সরকার নামাজের জন্য মসজিদ খোলার সিদ্ধান্ত নিয়েছে। মসজিদ খোলার সাথে সাথে মুসল্লিদেরও নিজেদের স্বাস্থ্যের প্রতি খুব যত্নবান হতে হবে।

মুসল্লিদের বাড়ি থেকে অজু করে আসা ও নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও মুসল্লিদের মাস্ক ব্যবহার, মসজিদে প্রবেশের আগে হাত ধোয়া ও অন্যান্য সতর্কমূলক নির্দেশনা মানার প্রতি জোর দিয়েছেন তিনি।

আব্দুল লতিফ আল শাইখ বলেন, মক্কার মসজিদুল হারাম ব্যতীত দেশের সব মসজিদে শর্তসাপেক্ষে জুমার নামাজের অনুমতি দেয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ মসজিদে ইবাদাতের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।

এই নির্দেশনায় বলা হয়েছে, আজানের ১৫ মিনিট আগে মসজিদ খোলা হবে এবং ফরজ নামাজ আদায়ের ১০ মিনিট পর মসজিদ বন্ধ হয়ে যাবে। আজান এবং একামতের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে। নামাজের সময় মসজিদের সমস্ত দরজা ও জানালা খোলা রাখা হবে। অস্থায়ীভাবে মসজিদগুলো থেকে কুরআন এবং বইগুলো সরিয়ে ফেলা হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রত্যেক দুই মুসল্লির মাঝখানে একজনের জায়গা খালি রাখতে হবে এবং দুই কাতারের মধ্যে একটি কাতার ফাঁকা রাখতে হবে। মসজিদের সমস্ত এয়ার কুলার বন্ধ রাখতে হবে। মসজিদে কোনও ধরণের খাদ্য সামগ্রী বিতরণ করা যাবে না। নামাজের সময় মসজিদের অজু খানা বন্ধ থাকবে।

জুমার নামাজের ব্যাপারে এই নতুন নির্দেশনায় বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মসজিদে জুমার নামাজের ২০ মিনিট পূর্বে আজান দেয়া হবে এবং নামাজের ২০ মিনিট আগে মসজিদ খোলা হবে। নামাজ শেষ হওয়ার ২০ মিনিট পর মসজিদ বন্ধ করা হবে। জুমার খুতবা শেষ করতে হবে ১৫ মিনিটের মধ্যে।

আল আরাবিয়া উর্দু থেকে আব্দুল্লাহ আফফানের অনুবাদ

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ