সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার নিরাপত্তাকর্মীসহ ৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় কর্মরত বাবুর্চি ও নিরাপত্তাকর্মীসহ মোট ৪ জনের দেহে মরণব্যাধী করোনা শনাক্ত করা হয়েছে। তবে মন্ত্রীর পরিবারের সবাই সুস্থ আছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পােস্টে প্রতিমন্ত্রী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার বাসার সহকারী মিঠু এসে জানায়, বাবুর্চি মুসা ও চার জন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর। তখন দেরি না করে বাসার সবার নমুনা পরীক্ষা করাই। রিপোর্ট আসার পর দেখা যায়, মুসা এবং সেই নিরাপত্তাকর্মীসহ মোট ৪ জন করোনা পজেটিভ। তার মানে বাকি দুই জন পজেটিভ রোগীর কোনো লক্ষণ নেই। তবে পরিবারের সবাই সুস্থ আছেন।

গতকাল রাত থেকেই প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, বাড়িতে রেখেই রোগীদের চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে। কাজটা মোটেই সহজ নয়। তারপরও করতে হবে। তাই সবাই দোয়া করবেন, যেন অসুস্থরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে গত দুই মাস যেভাবে কাজ করেছি, চেষ্টা করবো বাসায় থেকে সেভাবে কাজ করার। সবাই দোয়া করবেন। পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ