সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

এরশাদের ‘পল্লী নিবাস’ লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাংসদ রাহগির আল মাহির (সাদ এরশাদ) দেহরক্ষীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় এরশাদের রংপুরের বাড়ি 'পল্লী নিবাস' লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও মহানগর পুলিশের তাজহাট থানা যৌথভাবে এইচ এম এরশাদের রংপুরের দর্শনার 'পল্লী নিবাস' বাসভবনটি সোমবার রাতে লকডাউন করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ওই বাড়িতে অবস্থানরত রংপুর-১ (সদর) আসনের সাংসদ এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদসহ তাদের সঙ্গে থাকা মোট ২২ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, গত শনিবার রংপুর মেডিকেল কলেজের ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় সাংসদ সাদ এরশাদের দেহরক্ষীর করোনা পজিটিভ আসে। এ কারণে সরকারি নির্দেশনায় সাংসদের বাড়িটি গত সোমবার রাতে লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 'পল্লী নিবাসে' জনসাধারণের প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, লকডাউন হওয়ায় পল্লী নিবাসে জাতীয় পার্টির নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এদিকে এরশাদের স্ত্রী রওশন এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। এই কারণে তিনি হাসপাতালে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ