আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বহু শ্রমিক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইম বাংলার।
স্থানীয় সময় শনিবার ভোর ৩টার দিকে উত্তরপ্রদেশের আউরিয়া জেলার মিহৌলি জাতীয় সড়কের উপরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লকডাউনের মধ্যে আটকে পড়া শ্রমিকদের একটি দল বাড়ির উদ্দেশে রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আওরাইয়া জেলায় পৌঁছালে ওই শ্রমিকদের ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
হতাহতদের মধ্যে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গেরও শ্রমিক রয়েছে বলেও জানা যায়।
আউরিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অর্চনা শ্রীবাস্তব জানিয়েছেন, ২৪ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। এছাড়াও ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের গুরুতর আহত ১৫ জনকে সেইফাই পিআইজি-তে স্থানান্তরিত করা হয়েছে। শ্রমিকরা রাজস্থান থেকে বিহার ও ঝাড়খণ্ডে ফিরছিলেন।
https://twitter.com/ANINewsUP/status/1261465290715525121
এই ঘটনায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে। পাশাপাশি তিনি জানিয়েছেন, যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের সব রকম চিকিৎসা সহায়তা দেয়া হবে।
এছাড়া এই দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে একটি বিস্তারিত রিপোর্টও জমা দিতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
-এএ