শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সিলেটে ঈদ পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে আসন্ন ঈদ উপলক্ষে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।

শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মুহা. শোয়েব বলেন, করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তাই সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আগামী ১০ মে থেকে সিলেটে সব ধরনের শপিংমল, মার্কেট ও ফ্যাশন হাউস বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে সবাই একমত জানিয়ে তিনি বলেন, সিলেটের ব্যবসায়ীদের সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আগে জীবনের নিরাপত্তা, পরে ব্যবসা।

রাজধানীর বাইরে এর আগে সম্প্রতি একই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে পুরো রমজান মাসজুড়ে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ