শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


সিংড়ায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নাজমুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. জাকারিয়া মাসউদ
নাটোর থেকে>

নাটোরের সিংড়ায় ব্যক্তিগত উদ্যোগে ঢাকাস্থ ফাইভ স্টার এ্যাভিয়েশনের (ট্রাভেল এজেন্সি) ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক ৭০ জন দরিদ্রর মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন।

আজ শনিবার সকাল ১০টায় সিংড়ার বড় চৌগ্রামে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, আধা কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও ১ লিটার তেল।

খাদ্য সামগ্রী বিতরণের সময় নাজমুল হক বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে যতোটুকু সম্ভব সহায়তা প্রদান করার চেষ্টা করছি। এই দুর্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলতাব হোসেন জিন্নাহ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ