আওয়ার ইসলাম: পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের মার্কিন পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে তেহরান।
অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা নিয়মিত বিরতিতে একের পর এক জাতিসংঘের আইন ও ঘোষণা লঙ্ঘন করে যাচ্ছে; কিন্তু এ ব্যাপারে কেউ কোনো কথা বলছে না।
জারিফের চিঠিতে বলা হয়েছে, বিশেষ করে জাতিসংঘ ঘোষণার ২৫ নম্বর ধারা লঙ্ঘন করে আমেরিকা জাতিসংঘের গ্রহণযোগ্যতা ও সম্মান এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
এ নিয়ে গত দুই মাসে জাতিসংঘ মহাসচিবকে দু’বার চিঠি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত ১২ মার্চ তিনি গুতেরেসকে একটি চিঠি পাঠান যার অনুলিপি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের পাশাপাশি সবগুলো দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো হয়। ওই চিঠিতে তিনি করোনা মোকাবিলার স্বার্থে ইরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে গতকাল শুক্রবার মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন। মার্কিন সরকার ২০১৮ সালের ৮ মে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়েছিল।
-এটি