বেলায়েত হুসাইন: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের সময়েও সাম্প্রদায়িকতার শিকার হচ্ছে ফ্রান্সের মুসলিমরা। ইহুদি-খৃষ্টানদের উৎসবে ছাড় দিলেও ধর্মীয় বিষয়ে মুসলমানদের ওপর কড়াকড়ি অব্যাহত রেখেছে দেশটির সরকার।
এনিয়ে ফ্রান্সে বসবাসরত মুসলিম নাগরিকরা সরকারের কঠোর সমালোচনা করছেন। দেশটির একাধিক মুসলিম সংগঠন সরকারের এই নীতির বিরোধিতা করে নিন্দা জানিয়েছে।
ফ্রান্সের একটি তুর্কি মুসলিম সংগঠন জানিয়েছে, লকডাউন তুলে নিতে এমন একটি দিন নির্বাচন করা হয়েছে- এতেই বোঝা যায় সরকার ইহুদি-খৃষ্টানদের উৎসবের প্রতি শ্রদ্ধাশীল এবং মুসলিমদের ধর্মীয় বিষয়ে ঠিক এর বিপরীত।
শুক্রবার ফরাসি ইসলামিক সোসাইটি-সহ আরও কয়েকটি মুসলিম সংগঠন জানায়, প্রধানমন্ত্রী ফরওয়ার্ড ফ্লিপ ঘোষণা করেছেন, আগামী ২৯ মে থেকে ২ জুনের মধ্যে ধীরে ধীরে লকডাউন তুলে নেয়া হবে। তার এই ঘোষিত তারিখে আগামী সম্ভাব্য ২৪ মে ঈদুল ফিতর বিবেচনা করা হয়নি।
মুসলিম সংগঠন সমূহ সরকারের এই সিদ্ধান্ত থেকে সরে এসে মুসলমানদের ঈদুল ফিতর বিবেচনা করে লকডাউন তুলে নেয়ার নতুন তারিখ নির্ধারণের আহ্বান জানিয়েছেন। সূত্র: আনাদুলু এজেন্সি আরবি
-এএ