সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

‘রাতে তারাবির জন্য বাসা থেকে বের হতে সমস্যা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাস চলছে। মুসলিম উম্মাহর সবচেয়ে কাঙ্খিত এ মাসে ইবাদতের আরেকটি সিড়ি হচ্ছে তারাবির নামাজ।

তবে করোনাভাইরাসের কারণে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) বেধে দেওয়া নিয়মের কারণে তারাবির নামাজ আদায় করতে ঘর থেকে বের হতে পারছিলেন না মুসলিমরা। তবে এ নামাজের জন্য ঘর থেকে বের হতে কোনো সমস্যা দেখছেন না ধর্মসচিব মো. নূরুল ইসলাম।

রাত ৮টার পর কারফিউ দেওয়া হয়নি। যে কারণে তারাবির নামাজ পড়তে যাওয়া ব্যক্তিদের বেশভুষাও আলাদা হয়। এ কারণে তারা ঘর থেকে বের হলেও নিষেধাজ্ঞার কারণে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন ধর্মসচিব।

গত ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়।

পরদিন (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বেশ কয়েকটি শর্ত দিয়ে দোকানপাট এবং শপিংমল খোলার অনুমতি দিয়ে আদেশ জারি করে। ৬ মে বুধবার ধর্ম মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, বৃহস্পতিবার জোহরের ওয়াক্ত থেকে স্বাস্থ্যবিধি ও দূরত্ব রক্ষার নিয়মসহ বেশ কিছু শর্ত মেনে সুস্থ ব্যক্তিরা দেশের মসজিদগুলোতে জামাতে নামাজ পড়তে পারবেন।

এ ব্যাপারে ধর্মসচিব মো. নূরুল ইসলাম জানান, যখন কেউ মসজিদে যাবে তার একটা পোশাক আছে। আমরা ঘরের কাছের মাসজিদেই যাই বা যাওয়ার চেষ্টা করি। নির্দেশনাগুলোয় অপ্রয়োজনে যেন কেউ বের না হয় তা বলা হয়েছে। অহেতুক ঘর থেকে বের না হতে জনগণকে অনুরোধ করেছেন তিনি।

ধর্মসচিব মনে করেন, করোনাভাইরাসের মধ্যে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ে সরকার অনুমতি দিলেও অনেকে হয়ত মসজিদে যাবেন না। আর যদি কেউ যায় তাতে কোনো সমস্যা হবে বলেও জানান তিনি।

মো. নূরুল ইসলাম বলেন, ‘প্রজ্ঞাপনের মমার্থ বুঝতে হবে। ঘর থেকে একেবারেই বের হওয়া যাবে না; বিষয়টা এমন না। বিনা কারণে ঘর থেকে বের হতে মানা করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ