শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


বালাগঞ্জে আরও ১ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে আরও একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবক বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবরকপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বালাগঞ্জের সদর ইউনিয়নে একি ওয়ার্ডের প্রথমবারের মত করোনা ভাইরাসে আক্রান্ত হন এক যুবক। গত শুক্রবার রাতে তার করোনা আক্রান্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

এ নিয়ে বালাগঞ্জ উপজেলায় করোনা সনাক্ত রোগীর সংখ্যা মোট দুইজনে দাঁড়িয়েছে। এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ২৪৪ জন করোনা রোগী শনাক্ত হলেন। তারমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন মারা গেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ