সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

স্বাস্থ্য সচিব, ডিজিসহ ৪ জনকে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ চার জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার ই-মেইলের মাধ্যমে এ আইনি নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরশেদ।

যাদের নোটিশ পাঠানো হয়েছে- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব (হাসপাতাল) সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও সিএমএসডির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল্লাহ।

নোটিশে বলা হয়, করোনাকে মহামারি ঘোষণার পরও তা প্রতিরোধে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না থাকা নিয়ে গত ২০ মার্চ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেটির ওপর ভিত্তি করে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

রিটের শুনানিতে বিচারপতি মুহা. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মুহা. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ একটি রুল জারি করেন।

রুল অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে দ্রুত পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয় এবং সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, গাউন, সু-কভার, স্বাস্থ্য সুরক্ষা যন্ত্রপাতি ও মেডিসিনের তালিকা তৈরির নির্দেশ দেন আদালত। পাশাপাশি এগুলো দ্রুত সময়ের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে পৌঁছানোর নির্দেশ দেয়া হয়।

কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও এখনো আদালতের নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়ার অভিযোগ উঠেছে। এখনো বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রী পৌঁছায়নি বলে জানা গেছে।

তাছাড়া ইতোমধ্যে অসংখ্য চিকিৎসক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তাই আগামী তিন দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। নয়তো তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ