আওয়ার ইসলাম: ঢাকায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে অধিকাংশ এলাকাতেই কম-বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরপুর, রাজারবাগ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকা। এ ছাড়া সংক্রমণের নতুন হটস্পট হিসেবে কাকড়াইলকে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্যমতে, মিরপুর, রাজারবাগ, যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরের পর করোনাভাইরাসের সংক্রমণের নতুন হটস্পট হিসেবে কাকড়াইলকে চিহ্নিত করা হয়েছে। সেখানে ইতোমধ্যে ১৩৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজারবাগে। সংখ্যাটা এখন পর্যন্ত ১৩৮ জন। এরপরেই রয়েছে মিরপুর। সেখানে ১৩৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মোহাম্মদপুরে ৬৮, যাত্রাবাড়ীতে ৯১, লালবাগে ৩৫, চকবাজারে ৩২, বংশালে ৫৪, ওয়ারীতে ৪১, মিটফোর্ডে ৩৮, ধানমণ্ডিতে ৩৭, উত্তরায় ৫৯ ও তেজগাঁওয়ে ৫০ জন।
এ ছাড়া গেণ্ডারিয়ায় ৪২, শাঁখারীবাজারে ২৮, বাসাবোতে ৩৩, গুলশানে ২৭, টোলারবাগে ১৯, হাজারীবাগে ৩৬, মহাখালীতে ৬৪, আজিমপুরে ১৯, মগবাজারে ৪০, সূত্রাপুরে ১৮, শাহবাগে ৫০, বাবু বাজারে ২৯, গ্রিন রোডে ১২, শান্তিনগরে ১৫, বাড্ডায় ৪০, জুরাইনে ২৭, নারিন্দায় ৮, ইস্কাটনে ১০, বারিধারায় ৭, বনানীতে ১০, মুগদায় ৬২, চানখারপুলে ৩১, টিকাটুলিতে ১৬, কোতয়ালীতে ১১, শ্যামলীতে ২২, শাহজানপুরে ১৪, স্বামীবাগে ৩১, নয়াবাজারে ৭, বসুন্ধরায় ১৩, গোপীভাগে ১৯, নাখালপাড়ায় ৯, ডেমরায় ১০, আদাবরে ৭, জিগাতলায় ৭ জন।
লক্ষ্মীবাজারে ১০, রামপুরায় ২২, আগারগাঁওতে ১২, খিলগাঁওতে ২৬, রমনায় ১২, কাজীপাড়ায় ১০, গুলিস্তানে ৭, মালিবাগে ৪৯, কামরাঙ্গীচরে ২৩, সিদ্ধেশরীতে ৪, সবুজবাগে ৭, কুতুবখালীতে ৬, শেওড়াপাড়ায় ৭, নবাবগঞ্জে ৪, নিমতলীতে ৪, কলাবাগানে ৭, সোয়ারীঘাটে ৩, নারিন্দায় ১১, বেইলি রোডে ৪, ফকিরাপুলে ২, শনির আখড়ায় ১২, মাতুআইলে ৫, কারওয়ান বাজারে ১০, গোড়ানে ৩, হাতিরপুলে ৩, সদরঘাটে ৩, ইসলামপুরে ২, পল্টনে ২৯, পুরানা পল্টনে ২৭, শাহ আলীবাগে ২, পীরেরবাগে ৩, দয়াগঞ্জে ২, ধলপুরে ২ ও ধোলাইখালে ২ জন।
কদমতলীতে ৬, সায়দাবাদে ২, ফার্মগেটে ১৮, জেলগেটে ২, রায়েরবাজারে ৪, কল্যাণপুরে ৬, ক্যান্টনমেন্টে ৮, এলিফ্যান্ট রোডে ১০, মানিকনগরে ৪, গণকটুলিতে ৩, তাঁতীবাজারে ২, ইব্রাহিমপুরে ২, পোস্তখোলায় ৫, মেরাদিয়ায় ২, মীর হাজারীবাগে ৫, বসিলায় ১, সেন্ট্রাল রোডে ২, বুয়েট এলাকায় ১, উর্দু রোডে ১, নিকুঞ্জে ১, আশকোনায় ১, হাতিরঝিলে ৩, মানিকতলীতে ১, বেরিবাঁধে ১, বেগুনবাড়িতে ২, ঢাকেশ্বরীতে ৪, নবাবপুরে ১, আরমানিটোলায় ২, বানিয়ানবাগে ১, কুড়িলে ২, মতিঝিলে ২ জন।
শান্তিবাগে ৯, শ্যামপুরে ১, ভাটারায় ১, রায়েরবাগে ১, দক্ষিণখানে ১, ধনিয়ায় ১, বেগমবাজারে ১, বকশীবাজারে ৫, আব্দুল্লাহপুরে ১, তেজতুরী বাজারে ৪, ফরিদাবাগে ১, কচুক্ষেতে ১, সায়েন্সল্যাবে ১, শেখেরটেকে ১, খিলক্ষেতে ৩, কলতা বাজারে ১, মালিটোলায় ৪, মান্ডায় ১০, মোহনপুরে ১, বাংলামোটরে ৩, কাঁঠালবাগানে ১, গোলার টেকে ১, আমিনবাজারে ২, আমলাপাড়ায় ২, বনশ্রীতে ১, কমলাপুরে ২, সেগুনবাগিচায় ১, তুরাগে ১, ফকিরাপুলে ১, মাদারটেকে ২, নাজিরাবাজারে ৯, নীলক্ষেতে ৩ ও নায়েববাজারে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
-এএ