সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

মসজিদে তারাবির নামাজ বন্ধ করা হয়নি: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

রমজান উপলক্ষে মসজিদে তারাবির নামাজ বন্ধ করা হয়নি, কিন্তু পূর্বের নিয়ম অনুযায়ী প্রত্যেকে ঘর থেকে অজু করে আসবেন। জায়নামাজ নিয়ে আসবেন। অসুস্থ বা সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করবেন। এবং তারাবিতে অনধিক ১২ জন মুসল্লী উপস্থিত হবেন। বলছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

একাত্তর টিভিতে সাক্ষাৎকারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মসজিদে তারাবি পড়া ধর্ম মন্ত্রাণালয়ের পক্ষ থেকে বন্ধ করা হয়নি, তবে যারা ফরজ নামাজ পড়েনা এ রমজান মাসে সবাই তারাবি নামাজ পড়ে, সুতরাং শরিয়তে কি আছে, সেটি দেখে না সাধারণ মানুষ।

আমাদের ধর্ম মন্ত্রণালয় বিশেষ বিবেচনা করে সকল মুসল্লির শ্রদ্ধা রেখে তারাবি নামাজ বন্ধ করেনি। মসজিদে তারাবি নামাজ সঠিকভাবে হবে, আগের মতো- খতম তারাবি পড়াবেন, ২ জন হাফিজ থাকবেন। আর ইমাম মুয়াজ্জিনসহ আরো দশজন মুসল্লি থাকবেন। আর যারা সূরা তারাবি পড়বে তারাও এভাবেই আদায় করবেন।

দেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সর্বস্তরের ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী মসজিদে মুসল্লির সংখ্যা নির্ধারণ করেছে আমাদের ধর্ম মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী আমাদের সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি একজন নামাজি, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তিনি কঠোরভাবে এদেশে মানুষকে মহামারী করোনা থেকে রক্ষার জন্য কাজ করে যাচ্ছে তার এই কর্মকাণ্ডে হব প্রশংসনীয়।

তিনি আরো বলেন, মসজিদে ১২ জনই মসজিদে তারাবির নামাজ পড়তে পারবেন। তারা ছাড়া অন্য মুসল্লিরা নিজ নিজ ঘরে এশা ও তারাবিহর নামাজ আদায় করবেন। সরকারে এই সিদান্তের ব্যাপারে যারা রাজনৈতিক ইস্যু তৈরি করতে চান, তাদেরকে আমি মনে করি এ দেশ থেকে বিতাড়িত করা উঠিত।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ