সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

নমুনা পাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, ২৫ এপ্রিল কিট হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস পরীক্ষার কিট আগামী ২৫ এপ্রিল সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, উৎপাদিত কিট পরীক্ষার উদ্দেশে ১০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগীর তিন সিসি করে রক্তের প্রয়োজনের কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। গত ১২ এপ্রিল এই চিঠি দেয়া হয়। কিন্তু এতদিন তাদের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় কিট সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছে।

তবে আজ স্বাস্থ্য অধিদপ্তর চিঠির জবাব দিয়ে জানায়, উৎপাদিত কিট পরীক্ষার জন্য কোভিড-১৯ আক্রান্ত রোগীর রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজকেই সেই রক্ত হাতে পেয়ে যাবেন বলে আশা করছেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, এই রক্ত দিয়ে উৎপাদিত কিট নিয়ে আরো গবেষণা হবে। তাই কিটের কার্যকারিতা সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত। সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ এপ্রিল সরকারের কাছে কিট হস্তান্তর করা যাবে।

এর আগেও পাঁচ জন রোগীর রক্ত পেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তখন ল্যাবরেটরিতে গোলযোগ তৈরি হওয়ায় আর পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে এখন ফের কিট উৎপাদন শুরু হয়েছে। তাই গবেষণার জন্য আরো রক্ত চেয়ে চিঠি দেয়া হয়।

তিনি আরও বলেন, তাদের উৎপাদিত কিট দিয়ে দেশের প্রয়োজন পুরোপুরি মেটানো যাবে। পাশাপাশি আরো পাঁচ-ছয়টি দেশে এই কিট রপ্তানি করা যাবে। এখন একটাই প্রত্যাশা যত দ্রুত সম্ভব সরকার যেন গণস্বাস্থ্যের কিট পরীক্ষার ব্যবস্থা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ