মুহাম্মদ বিন ওয়াহিদ।।
ভারত শাসিত কাশ্মীরে আরও চারজন কাশ্মীরি যুবককে নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় সেনা সদস্যরা।
আজ (২২ এপ্রিল) অধিকৃত কাশ্মীরের পোলওয়ামার জেলায় এ ঘটনা ঘটে। খবর কাশ্মীরি মিডিয়া সার্ভিসের। সংবাদমাধ্যম কেএমএসের তথ্য অনুসারে, ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পুলওয়ামার মালহোড়া এলাকায আরোপিত অবরোধ লঙ্ঘনের অজুহাতে কাশ্মীরি চার যুবককে শহীদ করেছে তারা।
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনী ইসলামাবাদ জেলার ওয়াটরিগাম এলাকায় ঘরে ঘরে অনুসন্ধান চালাতে গিয়েও চারজন কাশ্মীরিকে শহিদ করেছিল।
-এটি