সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ শায়খে চরমোনাইয়ের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা জামায়াতের ‘তাঁর বাংলা ভাষাজ্ঞান ছিল ঈর্ষণীয়, মেধায় ছিলেন তুখোড়’ ভারতে খালি বাড়িতে নামাজ পড়ার অভিযোগে আটক ১২ শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ছবি তোলায় শোকজ, প্রতিবাদ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন নূরানী বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষার মেধাবীদের পুরস্কার বিতরণ শুরু জোটের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদের

ট্রাম্প অনুদান বন্ধ করলেও বিশ্বস্বাস্থ্য সংস্থাকে ৫০০ মিলিয়ন ডলার দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-কে ৫০০ মিলিয়ন ডলার দান করেছে সৌদি আরব। এ জন্য দেশটির বাদশা সালমানকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এই খবর দিয়েছে।

করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে গত সপ্তাহে ডব্লিউএইচও’তে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডব্লিউএইচও’র এককভাবে সবচেয়ে বড় অনুদানকারী দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে গত বছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছিল মার্কিন সরকার। যা ডব্লিউএইচও’র মোট বাজেটের ১৫ শতাংশ।

ট্রাম্পের এমন ঘোষণা মহামারি মোকাবিলায় ‘বিপজ্জনক’ হিসেবে মন্তব্য করেছিলেন বিশেষজ্ঞরা। এর মধ্যে দিয়ে বৈশ্বিক করোনা সংক্রমণ রোধে হাত বাড়িয়ে দিল সৌদি আরব।

এদিকে কভিড-১৯ এর এমন মহামারি চলাকালীন অর্থায়ন বন্ধে ট্রাম্পের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন ডব্লিউএইচও’র প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুস। তবে এমন পরিস্থিতিতে সহায়তা দিয়ে এগিয়ে আসায় সৌদির বাদশার প্রশংসা করেন তিনি।

গেব্রিয়াসুস বলেন, ‘করোনা মোকাবিলায় ৫০০ মিলিয়ন ডলার দান করায় সৌদির বাদশা সালমান ও দেশটির জনগণের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা। আশা করছি জি-২০ জোটের বাকি সদস্যরাও বাদশা সালমানকে অনুসরণ করবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র জি-২০ জোটেরও সদস্য। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় এই জোটের দুই সদস্যভুক্ত দেশের মধ্যে ভিন্ন অবস্থান নিল।

এদিকে রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ২৮ হাজার ৬০০ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭০৬ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন ৫ লাখ ৯৫ হাজার ২১৭ জন মানুষ।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। শনিবার পর্যন্ত দাঁড়িয়েছে দেশটিতে মারা গেছেন ৩৮ হাজার ৬৬৪ জন। আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩২১৯৭ জন মানুষ। আর সৌদি আরবে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৭৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ