আওয়ার ইসলাম: স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোম ও মঙ্গলবার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৫১৪ জন মারা গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর আল-আরাবিয়া ডট কম।
সোমবার একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'স্পেনের করোনায় মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজাজ রবিবার বলেছেন, 'তার সরকার করোনার ভাইরাসের বিস্তার ঠেকাতে এই মাসে আরোপিত জরুরি অবস্থাকে আরও ১৫ দিনের জন্য বাড়িয়ে ১১ই এপ্রিল পর্যন্ত করার জন্য পার্লামেন্টকে বলবে'।
স্পেনে ১৪ মার্চ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়। আক্রান্তদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চাপে ফেলেছে। সরকার চিকিৎসা ও নার্সিংয়ের সিনিয়র শিক্ষার্থীদের এবং অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের প্রায়শ: জনাকীর্ণ হাসপাতালে রোগীদের সেবায় নিয়োগ দেয়া হয়েছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বাণিজ্য মেলার অংশকে ৫৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে সেনাবাহিনী সহায়তা করেছে। যা ইউরোপের বৃহত্তম একটি হাসপাতাল হিসাবে পরিণত হবে।
আল-আরাবিয়া নেট অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী
আরএম/