রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


আফগানিস্তানে ৮ হাজার ৩৯৭ কোটি টাকার সহায়তা বাতিল যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের জন্য পূর্বনির্ধারিত একশ’ কোটি ডলারের সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই সহায়তা বাতিলের ঘোষণা দেন।

পূর্বঘোষণা ছাড়াই সোমবার আফগানিস্তান সফরে যান পম্পেও। তিনি মার্কিন সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রেসিডেন্ট পদের আরেক দাবিদার আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে সমঝোতা স্থাপনের চেষ্টা করেন। তবে তা ব্যর্থ হয়। এরপর কাবুল ত্যাগ করেন পম্পেও।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ২০২১ সালে আফগানিস্তানে আরও এক বিলিয়ন ডলারের সহায়তা তহবিল বাতিলের জন্য প্রস্তুত রয়েছে। আফগানিস্তানের ভবিষ্যৎ দাতা সম্মেলনে আমাদের প্রতিশ্রুতি পুনর্বিবেচনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

-আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ